বাগেরহাটের চিতলমারী উপজেলায় জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্রকরে এক চা’ দোকানীকে হত্যা
করেছে প্রতিপক্ষ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে।
ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । স্থানীয়রা জানান, চরবড়বাড়িয়া গ্রামের
নগেন্দ্রনাথ গাইনের ছেলে চা দোকানী ক্ষীতিশ গাইন (৬৫) এর সাথে একই গ্রামের সেকেল উদ্দীনের
ছেলে সকিনুর শেখ (৪২) এর জমি ক্রয় সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সকাল ১১টায় এই বিষয় নিয়ে
স্থানীয় ভাবে একটি সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে মিট মিমাংশা হয়ে যায়। পরবত্তীতে
বেলা সাড় ১২টার দিকে ক্ষীতিশ গাইনের নাবালিকা নাতনীর সামনে ঘাতক সকিনুর ক্ষিতিশকে
ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশ গাইনকে উদ্ধরকরে চিতলমারী
স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ
(ওসি) শাহাদাৎ হোসেন জানান, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যপারে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত
পুলিশ মোতায়েন করা হয়েছেন, আইনশৃৃঙ্খলা স্বাভাবিক আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার
প্রস্তুতি চলছিলো।#akm