বাগেরহাটে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর প্রথম ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে।২৩ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সন্মেলন কক্ষে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সেক মোহাম্মদ জালালউদ্দিন এই প্রতীক বরাদ্ধ দেন। স্ব স্ব উপজেলার প্রতিদ্বন্দী প্রার্থীরা এসময়ে তাদের কাংখিত প্রতীক বুঝে নেন।প্রথম ধাপের নির্বাচনে বাগেরহাট সদর উপজেলা পরিষদে একক প্রার্থী থাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন। এদিকে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে চারজন,ভাইস চেয়ারম্যান পদে দুইজন,ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দীতা করছেন এবং রামপালে চেয়ারম্যান পদে চার জন।ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন মিলিয়ে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রতীক বরাদ্ধের মধ্য দিয়ে আজ থেকে প্রার্থীরা নির্বাচনী আচরনবিধি মেনে তাদের নির্বাচনী প্রচারনা চালাতে পারবেন। পরে জেলা প্রশাসক এর সন্মেলন কক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ৮ মে এসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।#
sk