বাগেরহাটে ইয়ুথ সদস্যদের নিয়ে ইয়ুথ ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে বাগেরহাট শহরের ক্যাসেল আসারার হলরুমে দিন ব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইয়ুথ এম্বাসেডর গ্রæপ, পিএফজি বাগেরহাট এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় এটি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট পৌর আওয়ামী লীগ এর সভাপতি ও পিএডিএন এর কে-অর্ডিনেটর শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে ইয়ুথ ফেয়ার প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
এ সময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রিজোনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফসর চৌধুরী আব্দুর রব, মুখার্জী রবীন্দ্রনাথ, ডিস্টিক্ট ফ্যাসিলিটেটর সুকুমার মন্ডল, বাগেরহাট সদর পিএফজির সভাপতি এস কে হাসিব, বাগেরহাট জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নেওয়াজ, মংলা উপজেলা ছাত্র লীগের সভাপতি ইয়াসিন শিকদার, ফকিরহাট উপজেল ছাত্র লীগের সভাপতি জয়ন্ত কুমার দাস, শরনখোলা উপজেল ছাত্র লীগের সভাপতি মামুন গাজী, জেলা ছাত্র লীগের সদস্য বোরহান খন্দকারসহ বাগেরহাট সদর, ফকিরহাট মোংলা, মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলার ১শত ইয়ুথ এ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইয়ুথদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগীতা অুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যম্পিয়ান হয়ে উপস্থিত অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করেন।