December 23, 2024, 5:49 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

বাগেরহাটে ইয়ুথ এ্যাম্পাওর্য়াড প্রজেক্টের সমাপনী অনুষ্ঠিত।দৈনিক উত্তাল

বাগেরহাট প্রতিনিধিঃ 63 বার
আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪



ইয়ুথ এ্যাম্পাওর্য়াড প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত এ
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ
কামরুল হাসান। র্ওয়াল্ড ভিশন বাংলাদশের সিনিয়র ম্যানেজার লিটন মণ্ডলের
সভাপতিত্বে গ্লোবাল অ্যাফের্য়াস কানাডা এর র্অথায়নে, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ
এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ অংশীদারিত্বের ভিত্তিতে অনুষ্ঠিত সমাপনী
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার(সহকারী
জজ) ইব্রাহীম খলিল মুহিম, সহকারী সিভিল র্সাজন ডাঃ হাবিবুর রহমান, মহিলা বিষয়ক
অধিদপ্তরের উপ-পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) সাহেলা পারভীন এছাড়া জেলা শিক্ষা
অফিসার, উপপরিচালক-সমাজসেবা,উপপরিচালক-যুব উন্নয়ন, উপপরিচালক- ইসলামিক
ফাউন্ডেশন, নেজারত ডেপুটি কালেক্টর, সভাপতি ও সাধারণ সম্পাদক -বাগেরহাট
প্রেস ক্লাব, সভাপতি-ইমাম পরিষদ, সভাপতি-বিবাহ নিবন্ধক, বিভিন্ন এনজিও
প্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্য সেবাদানকারী, বিভিন্ন ম্যানেজমেন্ট কমিটির সদস্য,
র্ধমীয় নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, পিয়ার গ্রুপ সদস্য,
ইয়ুথ ক্লাব সদস্য, মেনকেয়ার গ্রুপ সদস্য, গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমিতি সদস্য,
সিভিএ সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট র্কমর্কতাসহ অনেকে।
উল্লেখ্য বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলা এবং
সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় বাল্যবিবাহ নিরসন ও
প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে, বিভিন্ন র্কাযক্রম
২০২১ সাল হইতে বাস্তবায়ন করেছে। বাগেরহাট জেলায় ৩১ টি ইউনিয়ন/পৌরসভা,
৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩৩টি কমিউনিটি ক্লিনিক, ১৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন স্থানীয় স্টেকহোল্ডার ও গ্রুপের সদস্যদের
নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে
৮৩৬০ জন ছাত্রীকে প্রতি মাসে স্যানিটারি ন্যাপকিন প্রদান, খেলাধুলার সামগ্রী
বিতরণ, করোনাকালীন সময়ে ১০ মাস ব্যাপী সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ,
বয়সন্ধিকালিন তথ্য সম্বলিত কমিক বই প্রদান, চেঞ্জরুম বা কমন রুমের জন্য
মালামাল রাখবার সেলফ প্রদান, টয়লেট পরিস্কারক সামগ্রী প্রদান, ১৬টি শিক্ষা
প্রতিষ্ঠানের টয়লেট ব্যবস্থার সংস্কার কাজ এবং ছাত্রীদের চেঞ্জরুম স্থাপন,
৩৩টি কমিউনিটি ক্লিনিক এবং ১৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে
কৈশোর বান্ধব র্কনার স্থাপন এবং প্রয়োজনীয় সামগ্রী (বিপি মেশিন, ওয়েইট মেশিন,
চেয়ার, টেবিল, পানির ফিল্টার, গ্লাস, ওয়াল ফ্যান, লাইট বাল্ব, প্যাডেল বিন) প্রদান,
টয়লেট পরিস্কারক সামগ্রী প্রদান, করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
প্রদান, ৩টি কমিউনিটি ক্লিনিক ও ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
এর র্পূণাঙ্গ সংস্কার কাজ সম্পন্ন করা, বিভিন্ন সচেতনতামূলক র্কাযক্রমের অংশ
হিসেবে ১৫০-এর অধিক পট গান ও পথ নাটকের আয়োজন, ২৩ দিন মাইকিং, লক্ষাধিক
লিফলেট, পোস্টার, স্টিকার, ব্রসিউর বিতরণ এবং প্রায় ৬০০০ জন স্থানীয় জনগণকে
দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান। র্সবোপরি বাগেরহাট জেলায় র্কমরত ৩ টি
উপজেলায় স্থানীয় স্টেকহোল্ডারগণের সহায়তায় মোট ৩৫টি বাল্যবিবাহ বন্ধ করা
সম্ভব হয়েছে।
#so.k


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com