।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক
ফাঁদ পেতে সেই ফাঁদে নিজেই মারা গেলেন আলম শেখ (৫৫) নামের
একজন কৃষক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার ধানসাগর
গ্রামে। থানা পুলিশ জানায়, ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য মঙ্গলবার রাতে
উপজেলার ধানসাগর গ্রামের আলম শেখ ক্ষেতে বৈদ্যুতিক তারের ফাঁদ
পেতে রাখে। বুধবার সকালে ক্ষেতে গিয়ে পাশের খালে নামার সময় পা
ফসকে বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুৎ স্পৃষ্ঠে হয়ে ঘটনাস্থলেই সে
মারা যায়। নিহত আলম শেখ ধানসাগর গ্রামের মফিজুল শেখের পুত্র।
শরণখোলা থানার ওসি মোঃ শহীদুল্লাহ বলেন, ধান ক্ষেতে লোক মারা যাওয়ার
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিবারের কোন
আপত্তি না থাকায় তাদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দিয়ে থানায়
একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#