বাগেরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তা সার্থ সংরক্ষণে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার জেলা প্রশাসন এর আয়োজনে এবং ক্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সহযোগীতায় জেলা প্রশাসক, বাগেরহাট এর সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ক্যাব বাগেরহাট জেলা শাখার সভাপতি বাবুল সরদার । অন্যান্যদের মধ্যে জেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা সাহেব আলী, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি বাকী তালুকদার, সাংবাদিক আলী আকবর টুটুল, চেম্বার অফ কমার্সের পরিচালক, ও বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, ভোক্তাদের সচেতন করার পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সভাপতির বক্তব্যে বাগেরহাট জেলার জেলা প্রশাসক জনাব মোহাঃ খালিদ হোসেন আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে আরো দায়িতশীল আচরণ করার নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ক্যাবের সদস্যবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিনিধি, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, ব্যবসায়ী সমাজের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ । এদিকে
সােমবার (১১মার্চ) বাগেরহাট শহরের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট অভিযান পরিচালনা করে ৬টি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৬,০০০- টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাগেরহাট জেলা পুলিশের একটি টিম ও জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এই অভিযানে অংশ নেন।