বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে করে কেন্দ্র
প্রতিপক্ষরা পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুই ব্যক্তিকে খুন করেছেন।
বুধবার বাগেরহাটের চিতলমারী ও কচুয়া উপজেলায় এই পৃথক দুটি খুনের ঘটনা
ঘটে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন
করেছেন। তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
বৃহষ্পতিবার নিহতদের ময়না তদন্ত করা হবে।
নিহতরা হলেন, জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া
গ্রামের নগেন্দ্র নাথ গাইনের ছেলে ক্ষিতিশ চন্দ্র গাইন (৭০) এবং কচুয়া
উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে আব্দুল
গাফফার শেখ (৬০)।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান
বলেন, কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের আব্দুল গফফার শেখের সাথে স্থানীয়
আধিপত্য নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে
বুধবার সকালে প্রতিপক্ষরা লাঠিসাটা দিয়ে গাফফারকে পিটিয়ে গুরুতর আহত
করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। এই
ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। অন্যদিকে চিতলমারী
উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের নগেন্দ্র নাথ গাইনের
সাথে প্রতিবেশি সাকিনুর শেখের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
বুধবার দুপুরে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের লোকজন বসে বিষয়টি মীমাংসা
করে। এই মীমাংসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সাকিনুর শেখ ধারালো
দেশিয় অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন অভিযোগ
করেছে। গুরুতর আহত ক্ষিতিশ গাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুটি ঘটনার পর ওই এলাকা
পুলিশ পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।# ap