বাগেরহাটে আদালত চত্বরের সামনে, বাইরে এক
দল সন্ত্রাসীরা দুই দফা মারপিট করে সিরাজুল ইসলাম (৩৭)
নামের একজন কে আহত করেছে। সোমবার দুপুরের দিকে
প্রকাশ্য জনস্মুখে এ ঘটনার পর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহত
সিরাজুল কে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করে
দিয়েছে। আহত সিরাজুল বাগেরহাট পৌরসভাধিন দড়াটানা
মালোপাড়া এলাকার সোহাবান সেখের ছেলে। হাসপাতালে
চিকিৎসাধিন সিরাজুল ইসলাম জানান, একটি মামলায় সোমবার সকালে আদালতে
হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গনেই তানুর ভাই আজিম ভুইয়ার নেতৃত্বে ১০/১২ জন তাকে প্রথমে
মারধর শুরু করে। এ সময় আদালতের লোকেরা হামলাকারীদের কাছ থেকে
আমাকে উদ্ধার করলেও পরে আদালতের সামনে তারা দ্বিতীয় দফায় লোহার রড
দিয়ে পিটিেেয় আহত করে। আহত সিরাজুল এর বোন শরিফা বেগম
বলেন আমার ভাই
একটি মামলায় সোমবার
আদালতে হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গনেই সন্ত্রাসীরা আমার ভাই
কে এলোপাতাড়ী মারপিট করে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে আমি নিজে
উপস্থিত হয়ে আমার ভাইকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে প্রথমেই
আমার ভাইকে নিয়ে সেনা বাহীনির ক্যাম্পে যান। সেনাবাহিনীর
ক্যাম্প থেকে আমাদের কে হাসপাতালে পাঠায় এবং এ ঘটনা থানায়
অভিযোগ দিতে বলেছে। তাই সিরাজুল কে বাগেরহাট সদর হাসপাতালে
ভর্ত্তি করে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। #