২৩ লক্ষ টাকার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ,
বাগেরহাটে ৪৬ জন অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার(৩ এপ্রিল)দুপুরে নিজ বাসভবনে সারা বাংলার তরুণ সমাজের অহংকা বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় অসহায় ও দুস্থ্যদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন ।
এসময় অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুব লীগের সভাপতি সরদার নাসির উদ্দিন,শেখ ফিরোজুল ইসলাম, এইচ,এম শাহিন, ছাত্র লীগের সভাপতি মনির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাগেরহাট ও কচুয়া এলাকার দুরারোগে আক্রান্ত ও অসহায়রা অনুদান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ তন্ময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন