সরকারের রাজস্ব ফাকি দিয়ে বিনা লাইসেন্সে বাগেরহাটে নকল ব্যান্ড রোল ব্যবহার করে সোনালী বিড়ি তৈরির অপরাধে মেসার্স নিপা বিড়ি কোম্পানীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সোমবার (৮ জুলাই) দুপুরে মোল্লাহাট উপজেলার কুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে কোম্পানীকে এ জরিমানার আদেশ দেন। অভিযানে কৃষি বিপণন অধিদফতরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করে বলেন নকল ব্যান্ড রোল ব্যবহার করে সোনালী বিড়ি তৈরির অপরাধে মেসার্স নিপা বিড়িকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় জব্দ করা ৬১ হাজার ৫৫০ পিস নকল সোনালী বিড়ি স্পটে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ অভিযানের সময় জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানাানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।#az