বাগেরহাটে জেলা পর্যায়ে সেবা দানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অপরাজিতা নেটওয়ার্ক আয়োজত ও বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভা প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।
জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি এ্যাডভোকেট শরিফা খানমের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার শিল্পী আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভা অপরাজিতা সম্পর্কে ধারণা উপস্থাপন করে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি রিজিয়া পারভিন, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল ডাঃ অসীম কুমার সমদ্দার, যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম মো: রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আকিব উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার সহ উপস্থিত সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সরকারের আইন ও বিধিমালা মেনে নারীদের স্ব-স্ব কর্মকান্ডে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় পর্যায়ে সেবার মান ও কমিটিতে নারীর অবস্থান বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন অপরাজিতা নারী নেত্রীমোংলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, জেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহিদা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিদা রাণী দেবনাথ, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর সভার প্যানেল মেয়র তানিয়া খাতুনসহ উপজেলার অপরাজিতা নারী নেত্রী
,rj