বাগেরহাটে তারুন্যের উৎসব উপল¶ে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে ক্রীড়া উৎসব
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে শহরের ¯^াধীনতা উদ্যানে
এ উৎসব অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহন করতে পেরে খুশি
সামাজিক আচরণে দুর্বল শিশু ও তাদের অভিভাবকরা।
সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে আসা অটিস্টিক শিশু ও তাদের
অভিভাবকরা শহরের ¯^াধীনতা উদ্যানে জড়ো হতে থাকেন। এদের মধ্যে কেউ কানে
শোনে না, কেউ কথা বলতে পারেন না, আবার কারও ¯^াভাবিক বৃদ্ধি হয়নি, কেউ বা
আবার ঠিকমত হাটতে পারেন না। শারীরিক এরকম নানা সমস্যরা মধ্যেও ক্রীড়া
উৎসবে আসতে পেরে সবাই আনন্দিত, সবার চোখে মুখে আনন্দের ছাপ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এসব শিশুরা বাসকেট বল,
ব্যাটমিন্টন, বেলুন ফাটানো, ঝুড়ির মধ্যে বল ফেলা, নাচ, গানসহ বিভিন্ন
প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। দিনব্যাপি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল
শিশুদেরকে পুরস্কার প্রদান করা হয়।
ব্যতিক্রমী এই প্রশি¶নে অংশগ্রহন করতে পেরে খুশি পিছিয়ে পড়া শিশু ও তাদের
অভিভাবকরা।
অটিস্টিক শিশুদের জন্য প্রতিনিয়ত এই ধরণের আয়োজন করতে পারলে, তাদের সমজের
মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানের প্রধান
অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
তারুন্যের উৎসব-২০২৫ উপল¶ে অটিস্টিক শিশুদের অংশগ্রহনে অণুষ্ঠিত ক্রীড়া
উৎসবে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৪ জন শি¶ার্থী অংশগ্রহন করে।rj