বাগেরহাটের মোড়েলগঞ্জ অগ্রনী ব্যাংকের পিএলসি পোলেরহাট শাখা এর স্থানান্তরিত নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকালে মোড়েলগঞ্জের পোলেরহাট বাজারের যুবরাজ মার্কেটের দ্বিতীয় তলায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি পোলেরহাট বাজার শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা।
এ ছাড়া অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোঃ হেদায়েত হোসেন, অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাটের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মন্ডল, ভবন মালিক মোঃ হুমায়ুন কবিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা তার বক্তব্যে বলেন, অগ্রনী ব্যাংক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া এই ব্যাংক। ব্যাংক প্রতিষ্ঠিত হবার পর থেকেই সকল প্রতিকূলতা উপেক্ষা করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অগ্রনী ব্যাংক তারা সেবার ক্ষেত্রে কোন ব্যক্তি স্বার্থকে স্থান দেয় না। তিনি বলেন, পোলেরহাট বাজারে নতুন ভবনের কার্যক্রম শুরু হওয়ায় জনগনকে আরো বেশি সেবা প্রদান করা সম্ভব হবে।