বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় আসামী
বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি) আবুল হাসনাত খানের জামিন না
মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিকেল চারটা দশ মিনিটে
আইনশৃঙ্খলা বাহিনী নিছিদ্র নিরাপত্তার মধ্যে বাগেরহাটের দায়িত্বপ্রাপ্ত
অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মতিয়ার রহমানের আদালতে তুললে বিচারক ওই
পুলিশ কর্মকর্তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিকেলে ঢাকা থেকে সড়ক পথে বাগেরহাটের সাবেক পুলিশ সুপার (এসপি)
আবুল হাসনাত খানকে আদালতে আনা হয়। আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা
ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ।
গত শনিবার সকালে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রফিকুল ইসলাম মিঠু নামে
এক ব্যক্তি বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাটের
ফকিরহাট থানায় সাবেক তিন সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের
নেতাসহ ৩৫ জনের উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা
করেন। ওই মামলায় সুপার হাসনাতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
গত বছরের ৪ আগষ্ট বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্ত¡র এলাকায়
আসামীরা জড়ো হয়ে ছাত্রজনতার উদ্দেশ্যে গুলি ও বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে বলে
এজাহারে উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি বাগেরহাটের বিভিন্ন অনুষ্ঠানে
সরকারি চাকরিবিধি ভঙ্গ করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ
মাধ্যমে সমালোচনার মূখে পড়েন পুলিশ সুপার হাসনাত খান। গত ৫ আগস্ট সরকার
পতনের কিছুদিন পর তাকে বাগেরহাট জেলা থেকে রংপুরে বদলী করা হয়। শনিবার
তাকে রংপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এই মামলার অন্য আসামীরা হলেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল
উদ্দিন, তার ছেলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সদর আসনের
সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ
কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক আইনজীবী হেমায়েত উদ্দিন ভূঁইয়া,বাগেরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিনা হাসিবুল হাসান (শিপন) সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবুর রহমান,
জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বিকেলে এই
প্রতিবেদককে বলেন, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রফিকুল ইসলাম মিঠু নামে
এক ব্যক্তির দায়ের করা বিশেষ ক্ষমতা ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার
এজাহারনামীয় অন্যতম আসামী বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল
হাসনাত খান। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে কঠোর
নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জুডিশিয়াল আদালতে তোলা হয়। আদালত প্রাঙ্গণে কঠোর
নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর
করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে বাগেরহাট জেলা কারাগারে
পাঠানো হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ফকিরহাট থানার
উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মিশনকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি
মামলার তদন্ত করছেন। মামলার অন্য আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।#ap,