খুলনা র্যাব-৬ এর অভিযানে বাগেরহাটের মোল্লাহাট ব্রীজ এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো খুলনার হরিনটানা খানজাহান নগর এলাকার আব্দুল আলিম বিশ^াসের ছেলে মোঃ জুয়েল বিশ^াস (৪৮) ও একই এলাকার শহীদ বিশ^াসের ছেলে শামীম বিশ্বাস (২২)। শনিবার সন্ধ্যায় খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে দেয়া এক মেইল বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল শনিবার বেলা ১১ টার দিকে বাগেরহাটের মোল্লাহাট ব্রীজের কাছে চেক পোষ্ট বসায়। এর কিছু সময় পরে খবর অনুযায়ী ফেনী থেকে খুলনা গামী সৌদিয়া পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করে ১০ কেজি গাজাসহ ২ জন কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মোল্লাহাট থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। মোল্লাহাট থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, ১০ কেজি গাজাসহ আটক দুজনের বিরুদ্ধে র্যাব-৬ বাদী হয়ে একটি মামলা করেছে। আসামীদের আলামতসহ বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।#
।