লতিফ মাষ্টার ফাউন্ডেশনের আয়োজনে গবাদি প্রাণির ¯^াস্থ্য পরী¶া, চিকিৎসা
সেবা ও পরামর্শ কার্যক্রম ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী ) দিন ব্যাপী বাগেরহাট সদর সদর উপজেলার বিষ্ণুপুর
ইউনিয়নের বেশরগাতী রকেট স্পোর্টিং ক্লাবের মাঠে এই ক্যাম্পটি অনুষ্ঠিত
হয়। সেখানে গবাদি প্রাণির ফ্রি চিকিৎসা, পরামর্শ প্রদান এবং কৃমি
মুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি
প্রাণির রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন, স্যালাইন প্রদান
করা হয়। দুইশর অধিক গবাদি পশুর চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় এই ক্যাম্পে।
ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন বরিশাল বিভাগীয়
প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ লুৎফর রহমান।
ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে গবাদি পশুকে চিকিৎসা প্রদান করেন
বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী, সদর উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস।
সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী লতিফ মাষ্টার ফাউন্ডেশনের
চেয়ারম্যান ড: মো: ফরিদুল ইসলাম ও আমেরিকা প্রবাসী সি.পি.এ রফিকুল ইসলাম
জগলুর দিক নির্দেশনায় এ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়ন করা
হয়।#rj