পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), বাগেরহাটের আয়োজনে অসহায় এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ শে মার্চ) বাগেরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে, বাগেরহাট সদর উপজেলা থানাধীন উত্তর ফতেপুর, শিমুলতালা জামিয়া মাদানীয় ইমদাদায়ী মাদ্রাসার অসহায় এতিম শিশুদের সাথে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বাগেরহাট পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এর সভানেত্রী শোভা আরিফ মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ মহোদয়।
এ সময় আরও উপিস্থত ছিলেন মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মুশফিকুর রহমান তুষার, সহকারি পুলিশ সুপার (মোংলা সার্কেল), বাগেরহাটসহ পুনাক সদস্য মোছা: শাপলা খাতুন, ফাতেমা পাইরিন তৃষা, মোছাঃ কুমকুম নাজমুন নাহার সহ পুনাকের অন্যান্য মহিলা সদস্যগন।