বাগেরহাট জেলা সদরের বেশরগাতী স্বে”্ছাসেবী প্রতিষ্ঠান লতিফ
মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প
পরিচালনা মাধ্যমে বিনামুল্যে সাধারন মানুষ কে চিকিৎসা সেবা
প্রদান করা হয়েছে। ওই ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত সায়েন্স এন্ড
টেকনোলজি ইনস্টিটিউটের (বিএসটিআই) নবনির্মিত
একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে এ চিকিৎসা সেবার
আয়োজন করা হয়। অন্যান্য রোগী সেবাদানের পাশাপাশি মঙ্গলবার দিন
ব্যাপী ব্যাতিক্রম আয়োজন হিসাবে ফ্রি ডেন্টাল ক্যাম্প করে দাঁতের
চিকিৎসা দেয়া হয়। বাগেরহাটের বিশিষ্ট ডেন্টাল সার্জন ডাঃ মঈন
ইবনে কাওছার তার সহযোগিদের নিয়ে প্রত্যন্ত এলাকার এ মেডিকেল
ক্যাম্পে দাতের চিকিৎসা সেবা দেন। এ সময় সকল রোগীকে
বিনামুল্যে ব্রাশ ও পেষ্ট প্রদান করেন। সদর উপজেলার বেশরগাতী গ্রামে
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লতিফ মাস্টার ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত
বিএসটিআই নবনির্মিত ভবন উদ্বোধন ও মেডিকেল ক্যাম্প
পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা
জিয়ার প্রটোকল অফিসার যুগ্ম সচিব ও লতিফ মাষ্টার ফাউন্ডেশনের
সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লতিফ
মাষ্টারের ছেলে আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু সিপিএ। এ
সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ
হাবীবুর রহমানসহ ডাঃ মোশারেফ হোসেন, ডাঃ রবিউল আলম মুকুল,
ডাঃ মোঃ জব্বার ফারুক ডাঃ শিহান মাহামুদ, ডাঃ শোভা, ডাঃ
রেদোয়ানা. ডাঃ জাবেদ মাহামুদ, ডাঃ জাহাঙ্গীর আলী। এ ছাড়া এ
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক এটি এম আকরাম হোসেন
তালিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ বিএনপি ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। ফাউন্ডেশনের অন্যতম
উদ্যোক্তা রফিকুল ইসলাম জগলু বলেন, প্রতিবছরই বিনামুল্যে মেডিকেল
ক্যম্প করে সাধারন মানুষ কে চিকিৎসা সেবা প্রদান করা হবে। আর
বর্তমানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অনুমোদিত
এই ইনস্টিটিউটে প্রাথমিকভাবে আইটি সাপোর্ট ও ড্রাইভিংয়ের
২০০ শিক্ষার্থী রয়েছে। আবাসিক সুবিধাসহ আগামী জানুয়ারি
থেকে পূর্ণাঙ্গ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে ওয়েল্ডিং, ইলেক্ট্রিক্যাল,
ম্যাকানিক্যালসহ আরো পাঁচটি বিষয়ে ৫০০ শিক্ষার্থীকে ভর্তি করা
হবে।#