বাগেরহাটের কচুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ গোলাম রসূল তালুকদার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত গোলাম রসুল উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের আব্দুল মালেক তালুকদারের ছেলে এবং বেসরকারি একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা(অস্থায়ী) করতেন। তার পরিবার জানায়, শুক্রবার সকালের দিকে মোড়েলগঞ্জ জিলবুনিয়া মাদ্রাসা থেকে মটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার গোলচত্বরে পৌঁছালে ঢাকা থেকে আসা বলেশ্বর পরিবহনের একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের স্ত্রী সান্তান সম্ভবা। পরে নিহতের মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ মোরেলগঞ্জ জিলবুনিয়া দরবার শরীফে নিয়ে প্রথম জানাজা দিয়ে নিহতের নিজ বাড়িতে এনে আসর নামাজ বাদ দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কচুয়া থানার ওসি মোঃ মহসীন শনিবার সকালে জানান, সড়ক দুঘর্টনায় মটরসাইকেল আরোহী যুবক নিহত হওয়ার ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। az