বাগেরহাটের কুখ্যাত রাজাকার সিরাজ মাষ্টারের ছেলে মামুন শেখ (৪৮) কে রাতের আধারে কে বা কাহারা পিটিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখেছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করে দিয়েছে। স্থানীয়রা জানান, বাগেরহাট সদর উপজেলার ডেমা ব্রীজ সংলগ্ন উত্তরপাড়া জামে মসজিদের কাছে জনৈক জাকিরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মামুন শেখ বাগেরহাটের আলোচিত রাজাকার যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মৃত সিরাজ মাস্টারের ছেলে। মামুন শুক্রবার রাতে জাকিরের চায়ের দোকানে বসে বর্তমান সরকার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নিয়ে কটুক্তি করে কথা বলছিল। পরে চায়ের দোকান থেকে বের হলে অজ্ঞাত ৩/৪জন এসে মামুন কে এলোপাতাড়ী মারটি করে রাস্তার পরে ফেলে রাখে। এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের সমন্বয়ক পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, মামুন শেখ নামের এক ব্যাক্তিকে শুক্রবার রাতে কে বা কাহারা মারপিট করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্ত্তি করে দেয়। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল ও হাসপাতালে এ বিষয়ে খোজ-খবর নিয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।#
az