বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ৭ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
বাগেরহাট শহরের স্টেডিয়াম থেকে নবর্ষের শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ বিশিষ্টজনেরা।
সোমবার (১৪ এপ্রিল) সকালে শহরের স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় দেশের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়, যেখানে শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ অংশগ্রহণ করে। বাহারি পোশাক, নাচ-গান ও উচ্ছ্বাসে ভরপুর এই আয়োজন শহরে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। এসময়
শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ বিশিষ্টজনেরা।