বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশানে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন নং এস ১১৮৭০ কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় কমিটি কতৃক ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদন করেন উক্ত কর্মসূচির প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান ও বিশেষ অতিথি মহাসচিব শেখ রবিউল ইসলাম সোহেল। ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কমিটির সভাপতি নির্বাচিত করা হয় তাওহিদ খান ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আতিক রিদমকে। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচালক রকি ভুইয়া, সলিমুদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম রাশেদ প্রমুখ। দপ্তর সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ স্বাক্ষরিত অনুলিপির মাধ্যমে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানানো হয় অতি দ্রুত ঢাকা মহানগর উত্তরের সকল থানা ও ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। কমিটি গঠনে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে সহযোগিতা করার আহবান জানানো হয়।