আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি’র পূর্ব ঘোষিত ৬দিনব্যাপী কর্মসূচি স্থগিত করে ১ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।" বৃহস্পতিবার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে অস্বাভাবিক বন্যা পরিস্থিতির কারনে বর্ণাঢ্য ও আড়ম্বরপূর্ণ বাকি ৫দিনের কর্মসূচি প্রত্যাহার করে শুধুমাত্র ১ সেপ্টেম্বর একদিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির জন্য বরাদ্দকৃত সকল অর্থ বন্যার্তদের প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মহানগর বিএনপি।”
কর্মসূচি : ১ সেপ্টেম্বর বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ কার্যালয়ে আলোচনা সভা। আলোচনা সভা শেষে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, স¤প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহিদ নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।”SK