ফেনী ও নোয়াখালীর বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজিবির উদ্যোগে এই ত্রাণসামগ্রী দেওয়া হয় বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।তিনি জানান, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে বিজিবির হেলিকপ্টার যোগে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।"
এরপর বেলা ১১টা ১৫ মিনিটে একই হেলিকপ্টার যোগে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।"
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।"pt