জেলা তথ্য অফিস, বাগেরহাটের আয়োজনে বঙ্গবন্ধু দুর্লভ ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী । ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস, বাগেরহাট কর্তৃক এসিলাহা মিলনায়তন, বাগেরহাটে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এ প্রদর্শনী চলবে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত । সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার বলেন, শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিল অগাধ স্নেহ। তিনি বলেছিলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। একদিন শিশুরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ প্রদর্শনীর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের শিশুরা আরও বেশি তথ্যসমৃদ্ধ হতে পারবে ও তাদের জন্য এসব ছবি অনেক অজানা বিষয় জানতে সাহায্য করবে । এ প্রদর্শনী বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ষাটগুম্জ ইউপি চেয়াম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু বলেন, বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, রাজনীতির ময়দানে জনতার সামনে ভাষণ দেওয়া, নিজের পরিবারের সঙ্গে বসে আলাপচারিতা, মুক্তিযুদ্ধ চলাকালীন, যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের অস্ত্র ফিরিয়ে দেওয়া এবং স্বাধীনতার পর বিভিন্ন রাষ্ট্রনায়কের সঙ্গে তোলা তাঁর ছবি যারা নতুন প্রজন্ম আছে, তাদের জন্য সেই সময়কার পরিস্থিতি সম্পর্কে জানতে এ প্রদর্শনী অনেক উপকারে আসবে।