খুলনা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের মধ্যে দিয়ে মধ্যদিয়ে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের অগ্রযাত্রা শুরু হয়।" বঙ্গবন্ধুর ৬ দফা কৃষক, শ্রমিক, মজুর তথা আপমন জনসাধারনের মুক্তির সনদ। বাঙালি জাতির শোষকের হাত থেকে শোষিতের অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। ৬ দফার উপর ভিত্তি করেই বঙ্গবন্ধু বাঙালি জাতির মানসিক ঐক্য প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু দেশের মানুষের চোখে আঙ্গুল দিয়ে পাকিস্তান রাষ্ট্রের অসারতা স্পষ্ট করে দিয়েছেন। এক কথায় ৬ দফা থেকেই বাংলাদেশের স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়।
শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জেলা আ’লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।"
এ সময় বক্তৃতা করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।
জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি এড. কাজী বাদশা মিয়া, এড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামাল জামাল, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাংগাঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশিদী সুকর্ণ, শেখ মোঃ রকিবুল ইসলাম লাবু, কাজী শামীম আহসান, মোকলেসুর রহমান বাবলু, অসিত বরণ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ জামিল খান, মানিকুজ্জামান অশোক, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, হাজী সাইফুল ইসলাম খান, ইঞ্জিঃ বরকত হোসেন, অজিত বিশ্বাস, এস এম ফরিদ রানা, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, জিলুর রহমান ডলার, জান্নাতুল হাওয়া শান্তা, অহিদুজ্জামান আরমান মিয়া, মান্নান মনা, আবু সাঈদ রনি, মোঃ রাসেল শেখ, বাধন হালদার, পলাশ রায়, সাইফুল ইসলাম, কাওছার খান প্রমুখ।
so.kb