বাগেরহাট জেলা জাকের পার্টির উপজেলা ভিত্তিক দাওয়াতি ইফতার মাহফিল এর অংশ হিসেবে বৃহস্পতিবার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় দাওয়াতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাকের পার্টির সভাপতি- খান আরিফুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আলী আকবর রেজভী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি- শেখ আনসার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক- মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক (চান), জেলা জাকের পার্টি কৃষক ফ্রন্টের সভাপতি মুন্সি বাদল রেজা। জেলা জাকের পার্টির সাবেক সভাপতি -আলহাজ্ব রেজাউল শেখ প্রমুখ।ইফতার মাহফিলের পূর্বে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।