December 23, 2024, 5:42 am
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

ফকিরহাটে শত্রæতা করে কৃষকের৭০০ টমেটো গাছ কেটে দেয়া হয়েছে

বাগেরহাট 28 বার
আপডেট সময় : বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪


বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শত্রæতার কারনে একজন কৃষকের ৭০০
ফলন্ত টমেটো গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। উপজেলার নলধা
মৌভোগ ইউনিয়নের কামটা উত্তরপাড়া গ্রামের এ কৃষকের টমেটো
ক্ষেত পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ
শাখাওয়াত হোসেনসহ অন্য কর্মকর্তারা। আর এ ঘটনাটি ঘটেছে
মঙ্গলবার রাতে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. উজির শেখ জানান, অন্যের ২৮
কাঠা জমি লিজ নিয়ে ঘেরের আইলে প্রায় এক হাজার টমেটো গাছ
রোপণ করেন তিনি। এতে তার অনেক টাকা খরচ হয়েছে। গাছে ভালো
ফলন ধরছে। এসব গাছ থেকে এ মৌসুমে প্রায় দুই লাখ টাকার
টমেটো বিক্রি করা যেতো বলে জানান কৃষক। আমি একজন দিনমজু

খেটে খাওয়া মানুষ। আমাকে একদম শেষ করে দিয়ে গেল দুর্বৃত্তরা।’ কে
বা কারা কেন কেটেছে এমন প্রশ্নের জবাবে উজির শেখ বলেন, ‘এই
টমেটোই আমার সব। আমাকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার জন্যই এই
কাজ করেছে বলে আমি ধারনা করছি। নলধা মৌভোগ বøকের উপ-সহকারী
কৃষি কর্মকর্তা বিপ্লব দাস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। একজন
কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করার ফলে জমিতে ফসল ফলে। সেই ফসল নষ্ট হয়ে
গেলে কতটা কষ্ট লাগে তা ক্ষতিগ্রস্ত কৃষকরাই জানেন। প্রতিটি
টমেটো গাছে আড়াই থেকে তিন কেজি টমেটো ধরেছিল। এ বিষয়ে
আইনের আশ্রয় নিবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দে পড়েছেন কৃষক
উজির শেখ।#az


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com