।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির
উদ্যোগে আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ
ডেভেলপমেন্ট প্রকল্প নিয়ে বাগেরহাটের ফকিরহাটে এক অবহিতকরণ সভা
করা হয়েছে। বৃহস্পতিার দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে
অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা কোহিনুর জাহান। ব্র্যাক জেলা সমন্বয়কারী এসএম ইদ্রীস
আলমের সভাপতিত্বে উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী। এ ছাড়া
আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজ সেবা অফিসার, যুব উন্নয়ন
অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিভিন œএনজিওর উর্ধতন
কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি,
ইমামসহ প্রকল্পের জেলা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, আঞ্চলিক হিসাব
ব্যবস্থাপক মিন্টু চন্দ্র দাশ প্রমুখ। সভায় প্রকল্প কাজের ধরন ও বাস্তাবয়ন
বিষয়ে বলা হয় ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে সব উদ্যোক্তা কারিগরী কাজে
দক্ষ এবং ব্যবসার চিন্তা ভাবনা করছেন কিন্তু জ্ঞানের অভাবে অথবা সাহসের
অভাবে পারছেন না তাদেরকে হাতে কলমে ব্যবসার কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণ শেষে উক্ত উদ্যোক্তাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে
লিংকেজ তৈরী করে দেওয়া হবে। পরবর্তীতে ফলো আপের মাধ্যমে তাদের
কর্মকাজের জন্য দিক নির্দেশনা প্রদান করা হবে। ব্র্যাকের এ প্রকল্প
কাজের বিষয় উল্লেখ করে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার
কোহিনুর জাহান বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। সেই দক্ষতা উন্নয়নের
কাজটি ব্র্যাক করছে জেনে আমি আনন্দিত। পরবর্তীতে এই দক্ষ জনশক্তি
দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকে দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা
হিসেবে কাজ করে দেশ গড়ায় অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। #