বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে অবৈধভাবে ধরে আনা চিংড়ীর পোনা(রেনু) বিক্রিকালে মামুন হোসেন (৩৫) নামের একজন অসাধু পোনা ব্যবসায়ীকে হাতে-নাতে ধরে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত চিংড়ী পোনা বিক্রেতা মামুন বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের সালাউদ্দিন খানের ছেলে। ফকিরহাট উপজেলা র্নিবাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, উপজেলার ফলতিতা বাজারে বিক্রির জন্য নদী ও খাল থেকে অবৈধভাবে ধরে আনা চিংড়ীর পোনাসহ মামুন হোসেন খান নামের একজন পোনা বিক্রেতাকে স্থানীয় জনতা আটক করে উপজেলা প্রশাসন কে জানায়। শুক্রবার সন্ধ্যার দিকে এ খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনা (ভুমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তা ওই বাজারে যান এবং জনতার হাতে আটক মামুন কে জিজ্ঞাসাবাদ করলে সে সত্যতা স্বীকার করে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মামুন কে ৫ হাজার টাকা জরিমানা ও জব্দ করা চিংড়ী পোনা পাশর্^বর্ত্তি কারিগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু জানান, অবৈধভাবে ধরে আনা ৩০ হাজার চিংড়ীর রেনুপোনা বহনের সময় স্থানীয় জনগণ তাকে আটক করে। অবৈধ রেনুপোনা বহনকারী মোঃ মামুন খান ১৯৫০ সালের মৎস আইনের ০৪ ধারা দোষী সাব্যস্ত হওয়ায় মামুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রেনুপোনা কালিগঙ্গা নদীতে অবমুক্ত করাসহ রেনুপোনা বহন করা ড্রাম ২ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। #az