নওগাঁয় দুই দিনব্যাপী প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ফ্রিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিষ্টেম( চঋগঝ) অনলাইন সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শহরের চকবাড়িয়ায় আঞ্চলিক কার্যালয় অডিটরিয়ামে প্রশিকা নওগাঁ উন্নয়ন এলাকার আয়োজনে শুক্রবার ও শনিবার দুই দিন এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।"
এসময় নওগাঁ ও বগুড়া জোনের বিভাগীয় ব্যবস্থাপক মো: জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক মো: হারুন অর রশিদ। সার্বিক ব্যবস্থাপনা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ও রাজশাহী জোনের বিভাগীয় ব্যবস্থাপক নূর হোদা, মো: জেকের আলী এবং মো: রবিউল ইসলাম। এছাড়া প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন তথ্য ব্যাবস্থাপনা ও কম্পিউটার বিভাগের আইটি ম্যানেজার আ.শ.ম শাহীনুর রহমান, সিষ্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার মো: মামুন কবির।
স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জনবল গড়ার অংশ হিসেবে প্রশিক্ষণে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নওগাঁ, বগুড়া ও রাজশাহী জোনের ২৭ টি শাঁখা অফিস হতে ২৭ জন ক্যাশিয়ার ও কম্পিউটার অপারেটর অংশ গ্রহন করেন।