শিক্ষক-অভিভাবকদের সঠিক দিক নির্দেশনায় শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব:
ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় কাজ করার মধ্যেই জীবনের স্বার্থকতা। শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে শিক্ষার্থীদের দিক নির্দেশনার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। শিক্ষকদেরকেই শিক্ষা ব্যবস্থার ত্র“টি খুঁজে বের করে সঠিক শিক্ষার নীতি প্রণয়নের জন্য সরকারকে পরামর্শ দিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে বিশেষ অবদান রেখে চলেছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সন্ত্রাস ও মাদককে বিদায় দিতে হবে। ভ‚মি অফিসকে দালাল মুক্ত করে কর্মকর্তা কর্মচারীদেরকে সাধারণ মানুষদেরকে সঠিক সেবা দিতে হবে। এক মাসের মধ্যে নামজারী এবং সমস্য থাকলে লিখিতভাবে কারণ উলেখ করতে হবে। জনসেবার জন্য রাজনীতি, অর্থ উপার্জনের জন্য রাজনীতি নয়। জনগণের সমস্যা সৃষ্টি করে বালু উত্তোলন ও ডাম্পিং করা যাবে না।
শুক্রবার বিকেলে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ চত্বরে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর আলিফ রেজা, ইউএনও তাসনীম জাহান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. তারিক হাসান মিন্টু, সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা ও ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, ওসি মোঃ রফিকুল ইসলাম, শিল্পপতি মোহাম্মদ জহির উদ্দিন ভূঁইয়া রাজীব। শিক্ষক সন্দিপন রায় ও আবু সাঈদ কবিরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফুল কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, মোলা হেদায়েত হোসেন লিটু, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এম এম সুলতান আহমেদ, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, আজিজুল হক ফারাজি, আশরাফুল আলম কচি, প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী, এস এম এ হালিম, মহাসিন বিশ্বাস প্রমুখ।
sm,kb