খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আ’লীগের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তারই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকাসক্তি ও বাল্য বিবাহকে জাতির জন্য অভিশাপ হিসেবে উলেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশ বাল্য বিবাহ থেকে অনেকাংশে মুক্ত হলেও বিবাহ বিচ্ছেদের হার বেড়ে চলেছে। মাদক মুক্ত দেশ গড়তে তিনি সংশ্লিষ্টদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহŸান জানান।"
সিটি মেয়র বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়স্থ নর্দার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘‘মাদক ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠন এবং পরিবেশ প্রকৃতি রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভা এবং দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘সোহরাব এন্ড জহুরা ফাউন্ডেশন’-এর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।"
নর্দার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাইদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-খুলনার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পিবিআই-খুলনার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মহিলা বিষয়ক অধিদপ্তর-খুলনার উপ-পরিচালক হাসনা হেনা, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ উজ জামান ও শ্যামনগর গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। সঞ্চালনা করেন সোহরাব এন্ড জহুরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এড. শেখ অলিউল ইসলাম। শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।# smk.b