প্রকৃত পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারন সভায়ঃ মাসুম হাওলাদার,
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় সোমবার (৩ জুন )বেলা ১১টায় সময় এই সভা অনুষ্ঠিত হয়।উক্ত মাসিক সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ রশীদীর সঞ্চালনায় আলোচনা করেন বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এস এম মাহামুদ হাসান, অর্থ সম্পাদক তানভীর আহমেদ সোহেল, কার্যনির্বাহী সদস্য ,খান মাহবুবুর রহমান বাদল,আব্দুল রাজ্জাক ,মেহেদী হোসেন,শেখ, মনির হোসেন প্রমুখ। উক্ত সভায় প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার বলেন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও মানুষের অধিকার আদায়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ বর্তমানে কতিপয় ব্যক্তি এই পেশার মর্যাদা নষ্ট করছে। তাই প্রকৃত পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন সততা ও দক্ষতার সাথে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদেরকে গড়ে তুলতে হবে।