বড় ধকল গেছে সাইফ আলী খানের ওপর দিয়ে। ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে ঘুরে এসেছেন মৃত্যুর দুয়ার থেকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাচ্ছেন না। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তাই নিলেন বড় সিদ্ধান্ত।"
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলোর গোটা বারান্দাটা ঘিরে ফেলেছেন। ফটোশিকারিদের কাছেও অনুরোধ করেছেন, পাপারাজ্জিরা যেন এবার থেকে জেহ-তৈমুরের গতিবিধির উপর নজর না রাখেন। এতে বাচ্চাদের সম্পর্কে নানা খুঁটিনাটি তথ্য প্রকাশ্যে আসবে না। বাংলোর বাইরে যেন তারা আর আগের মতো ভিড় না জমান, সেই অনুরোধও করেছেন সাইফিনা।"
এদিকে সাইফের ওপর হামলার অভিযোগে গ্রেফতার শরিফুল ইসলামকে ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বান্দ্রা আদালতের বিচারক। এরইমধ্যে কেটে গেছে ১০ দিন। তাই হেফাজতের মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা বোধ করছেন না।"
এদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর একদিন জনসম্মুখে দেখা গেছে সাইফকে। অনলাইনে সে ভিডিও ছড়িয়ে পড়েছে। বান্দ্রার ‘ফরচুন হাইটস’ থেকে বেরিয়েছিলেন সাইফ। পরনে ছিল নীল টি-শার্ট, ডেনিম জিন্স। চোখে রোদ চশমা। দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি।"ssmk