বাগেরহাট প্রতিনিধি।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম
আকাশ বলেছেন, নির্বাচনে অংশগ্রহনকারী দলের প্রাপ্তভোটের
সংখ্যানুপাতে সংসদ সদস্য নির্বাচনের বিধান করতে হবে। তাহলে
জাতীয় সংসদে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহন নিশ্চিত হবে। নিরপেক্ষ
নির্বাচনের জন্য পেশী শক্তিরোধ, অর্থের ঝনঝনানি বন্ধ ও প্রশাসনকে
নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রæত জাতীয়
সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকারের প্রধান
উপদেষ্টার প্রতি এই আহবান জানিয়ে তিনি আরো বলেন, তবেই জাতীয়
সংসদ গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার
বিপ্লবের পর গণমানুষের এই চেতনা বাস্তবায়নে কমিউনিস্ট পার্টি
সারাদেশে কাজ করছে। বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির বাগেরহাট জেলা
শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল করিমের চতুর্থ
মৃত্যুদিবস উপলক্ষে শনিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাব
মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান ও গণআকাঙ্খা বিষষক আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে অধ্যাপক এম এম আকাশ এসব কথা বলেন। পার্টির
বাগেরহাট জেলা শাখার সভাপতি তুষার কান্তি বসুর সভাপতিত্বে
আলাচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ
সম্পাদক ফররুখ হাসান জুয়েল, কমরেড কাজী সোহরাব হোসেন,
প্রয়াত কমরেড রেজাউল করিমের সহধর্মীনি পেয়ারা বেগম, কমরেড নূর
আলম শেখ, তুষার কান্তি দাস, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ
সস্পাদক সুজাউদ্ধিন মোল্লা সুজনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও
শ্রেণি পেশার নেতারা।#