বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা এবং নাশকতা
বিশৃঙ্খলার অভিযোগে
বাগেরহাটে জেলা আওয়ামী লীগ
নেতাসহ গেপ্তার-৩।
আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে বাগেরহাট
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ ও তার ছেলে চয়ন
আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বাগেরহাট শহরের
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করে। তাদের থানায় রেখে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ৪ আগষ্ট বাগেরহাট জেলা আদালত চত্ত¡রের সামনের মহাসড়কে আওয়ামী লীগ
সরকারের পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের চেষ্টা
করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ ওঠে। এই
ঘটনার প্রায় দুই মাস পর গত ২৯ সেপ্টেম্বর বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার
সেখ রেজাউল করিম নামে এক ব্যক্তির বাগেরহাট সদর মডেল থানায় বাগেরহাট-২
আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আইনজীবী মীর শওকাত আলী বাদশাসহ ৯৯
জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলায় চয়ন
আহমেদ ও আবু তাহের এজাহারনামীয় আসামী। চয়ন ও তাহের সম্প্রীতি আদালতের
হাজির হয়ে জামিন নিয়েছেন। তবে এই মামলায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের
সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ
গ্রেপ্তার করে।
তারা হলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন
আহমেদ ও তার ছেলে চয়ন আহমেদ এবং ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আবু তাহের হাওলাদার।
বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান রাতে এই প্রতিবেদককে বলেন,
আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে গত ৪ আগষ্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগে বাগেরহাট জেলা
আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ ও তার ছেলে চয়ন
আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে চয়ন আহমেদ এবং ৩ নং
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদার আদালতের জামিনে
রয়েছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদকে
সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। বাগেরহাট শহরে বিশৃঙ্খলা ও নাশকতা
হতে পারে এই আশংকায় আওয়ামী লীগের এই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।#