পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ প্লাতিউ’র জাইক অঞ্চলে বন্দুকধারী লুটেরাদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। হামলাকারীদের সবাই মুসলিম এবং হামলার শিকারদের সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ও পেশায় কৃষক।
গত রোববার ঘটেছে এই ঘটনা। এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনার যথাযথ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। জাইক-এ নিহতদের পরিবার পরিজনদের সমবেদনাও জানিয়েছেন প্রেসিডেন্ট।'
জাইকের যে গ্রামে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দা ও হামলার প্রত্যক্ষদর্শী অ্যান্ডি ইয়াকুবু জানিয়েছেন, ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান লুটপাট করেছে। তিনি বলেছেন, হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন।
গত কয়েক বছরে নাইজেরিয়ায় এ ধরনের সন্ত্রাসী হামলা ও লুটপাট প্রায় সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এই বন্দুকধারী হামালকারীরা দেশটির ফুলানি জাতিসত্ত্বার অন্তর্ভূক্ত। ফুলানি জাতিসত্ত্বার লোকজনদের ধর্ম ইসলাম এবং ঐতিহ্যগত পেশা পশুপালন। রোববার যারা হামলার শিকার হয়েছেন তারা ইরিগউই জাতিসত্ত্বার এবং তারা সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী।'
প্রসঙ্গত, দেশটির কৃষকদের অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। অতীতে পানির দখল নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে প্রায়েই দ্বন্দ-সংঘাত হতো। পরে কালক্রমে নাইজিরার শিথিল নিরাপত্তা পরিস্থিতির সুযোগ নিয়ে ফুলানি জাতিসত্ত্বার একটি অংশ ডাকাতে পরিণত হয়।'
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য বলছে, হামলা ও গোষ্ঠী সংঘাতের জেরে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্লাতিও প্রদেশে ১ হাজার ৩৩৬ জন নিহত হয়েছেন। সূত্র : এপি'BL