।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাড়ীর পাশে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন অ্সরপ্রাপ্ত স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান (৭২)। বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হওয়ার পর শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলাতে পারেনি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উপজেলার গিরিশনগর গ্রামের এ মুক্তিযোদ্ধা বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে বাড়ীর পাশে মধুমতি নদীতে খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান । নিখোঁজ অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মোল্লাহাট উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। প্রর্ত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন শিশুর বরাত দিয়ে মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মেয়ে ফারহান ইসরাত শাওন বলেন, বাড়ির সামনে মধুমতি নদীতে আব্বু গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে যায়। এ সময় খেয়াঘাটের একজন মাঝিকে শিশুরা বলছিল স্রোতে ভেসে যাওয়া লোককে নৌকায় তুলতে। কিন্তু ওই মাঝি তাকে উদ্ধার করেনি। এরপর শিশুরা একসাথে সাঁতরে এগোচ্ছিল, তখন সামনে বেশি স্রোতে তারাও ভেসে তলিয়ে যাওয়ার আশঙ্কায় শিশুরা কিনারে ফিরে আসে এবং ডাক চিৎকার করে। ততক্ষণে ভেসে যায় আব্বু। মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফ আমিনুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মধুমতি নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায় এমন খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে আসা হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। এছাড়াও খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা দলের সহযোগিতায় নদীতে তল্লাশি কাজ করা হয়। শনিবার বিকেল ৫ টা পযন্ত কোন সন্ধান মেলেনি বলে জানান ওই কর্মকর্তা।#ad