January 4, 2025, 4:25 pm
নোটিশ :
প্রকাশক ও সম্পাদক : মাসুম হাওলাদার।   বার্তা সম্পাদক : তানভীর সোহেল।     প্রধান কার্যালয় :  রেল রোড (কৃষি ব্যাংকের সামনে) বাগেরহাট। ইমেইল : press24masum@gmail.com

নতুন বছর নিয়ে শাকিব খানের বার্তা

উত্তাল ডেস্ক: 20 বার
আপডেট সময় : বুধবার, জানুয়ারি ১, ২০২৫

সূর্যকে আরও একবার প্রদিক্ষণ সম্পন্ন করতে চলেছে পৃথিবী। মহাকালের গর্ভে ২০২৪ এর বিলীন হতে আর কয়েকদিন বাকি। খেরোর খাতা খুলে অনেকেই মেলাচ্ছেন প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। সাজাচ্ছেন নতুন বছরের পরিকল্পনা। এরইমধ্যে নতুন বছর নিয়ে বার্তা দিলেন শাকিব খান।”

নিজের ফেসবুকে শাকিব লিখেছেন, সবাইকে জানাই নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চলল। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এরপর লেখেন, পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।

চলতি বছর মুক্তি পেয়েছে ৫০টি সিনেমা। এরইমধ্যে শাকিবের তিন সিনেমা ছিল তুমুল আলোচনায় যেগুলো দুটি পেয়েছে হিট তকমা। “dmk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By ThemesDealer.Com