ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন। ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো শেয়ার করে থাকেন।”
এদিকে সাফা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। পোস্ট করে অভিনেত্রী উল্লেখ করেছেন, ‘চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে জীবনকে অসাধারণ করে তুলতে পারি।’
সাফার কথায়, ‘ভালবাসা দাও, স্নেহ করো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এই বছর আপনাদের স্বপ্ন বৃদ্ধি হোক, হৃদয়ে আনন্দ এবং আত্মায় ইতিবাচকতা নিয়ে আসুক। জীবন একটি ক্যানভাস – এটিকে সাহসী স্বপ্ন, প্রাণবন্ত উদারতা এবং সীমাহীন আশা দিয়ে আঁকুন।’
শেষে লিখেছেন, ‘আসুন এই বৃদ্ধির পথে হাতে হাত রেখে ইতিবাচকতা ছড়িয়ে দেই। একসাথে, আমরা চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে পারি এবং জীবনকে অসাধারণ করে তুলতে পারি। আপনাদের সবাইকে ভালোবাসি।”
ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা কমেন্ট বক্সে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আব্দুল্লাহ নামে একজন লিখেছেন, ‘শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছরের জন্য সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সবার জীবনেই নেমে আসুক অনাবিল সুখ ও শান্তি।’
প্রসঙ্গত, আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সাফা কবির মিডিয়া জগতে পা রাখেন। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন।”bl