নগরীতে কিডস্ ক্যাম্পাস কিন্ডারগার্ডেন এর উদ্বোধন হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর ৪০, শের-এ-বাংলা রোডস্থ আমতলা (পুরাতন নির্বাচন অফিসের বিপরীতে) এলাকার ক্যাম্পাস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিন্ডারগার্ডেন এর উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালিন কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিলটন। এসময় স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আফরোজা আক্তার এলিচসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্কুলের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করে সন্তুষ্টি প্রকাশ করেন।#jl