নওগাঁ জেলার পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়া সিদ্দিক দালাল এর ছেলে। সোমবার (২৫ মার্চ) ভোরে সাপাহার উপজেলার হাপানিয়া বিওপির এলাকা দিয়ে চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করলে এ গুলির ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ভারতীয় ১৫৯ টেক্কা পাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩২পিলার দিয়ে ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন।
নওগাঁয় বিজিবি ১৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান জানান, ঘটনাটি প্রাথমিক ভাবে জেনেছি। উভয় পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তারের ব্যাবস্থা করা হবে,আমরা তার বাসায় ও আত্মীয়স্বজনের সাথে যোগাযোগের চেষ্ঠা করছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তরের ব্যবস্থা করো হবে বলে জানান এই কর্মকর্তা।
sm,kb