নওগাঁয় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুপান্তর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আজিজার রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ জোসন। সভায় আগামী ২০২৫ সালের মধ্যে নওগাঁ জেলাতে বাল্যবিবাহ সম্পন্ন প্রতিরোধ করার ঘোষণা দেন রূপান্তর সোশ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, মহাদেবপুর থানা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শামীম আখতার সহ প্রায় কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি র্যালি বের হয়ে শালবাড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শালবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।