নওগাঁ জেলার বিভিন্ন বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা সহ শহরের নিরাপত্তাজনিত সামগ্রিক বিষয় পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, পিপিএম।
সোমবার বিকেলে শহরের বিভিন্ন দোকান, ব্যবসায়ী ও সাধারণ জনগনের সাথে কুশল বিনিময়ন করেন পুলিশ সুপার।
এসময় পুলিশ সুপার ব্যবসায়ী ও পথচারীদের সাথে সাতে কুশল বিনিময় করে জানান, ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা এক নাগাড়ে দাঁড়িয়ে থেকে তাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছে; জনগণ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার ভেতরে ঈদের কেনাকাটা ও চলাচল করতে পারে। এক্ষেত্রে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
পরে নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদ্যদের সাথে পুলিশ সুপার রাস্তায় ইফতার করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, এহ্সানুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফৌজিয়া হাবিব খান, সদর থানার ওসি জাহিদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।