নওগাঁয় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। করবো বীমা গরবো দেশ , স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে ১ লা মার্চ ২০২৪ রোজ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় জাতীয় বীমা দিবস পালিত হয় জেলার বদলগাছি উপজেলায় সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর ইসলামি আদর্শ বীমা প্রকল্পের অফিসে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
প্রধান অতিথি তৃপ্তি কণা মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার বদলগাছি, নওগাঁ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রত্যেকটি ব্যক্তিকে বীমা আওতায় আসার দরকার কারণ বিপদের বন্ধু হয়ে পার্শ্বে দাঁড়ায় একমাত্র বীমা কোম্পানি। বীমা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জীবনমান উন্নয়নের ব্যাপক ভূমিকা পালন করে। প্রত্যেকটা ব্যক্তির ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি জীবন দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একমাত্র বীমা সেক্টর। এই কারণেই প্রত্যেকেই বীমা আওতায় আষাঢ় আহবান জানান তিনি
আরো বলেন বীমা শিল্পের গৌরব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রত্যেককে বীমা আওতায় থাকার আহ্বান জানান। পেনশন বীমা, শিক্ষা বীমা, শিশু নিরাপত্তা বীমা, ও নিরাপত্তা বীমা সহ বিভিন্ন বীমা আওতায় আষাঢ় আহ্বান জানান
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এবিএস রতন বান্স ম্যানেজার সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইসলামী আদর্শ বীমা প্রকল্প নওগাঁ
বিশেষ অতিথি বক্তব্যে রাখেন মোঃ কামরুল ইসলাম সাব ইন্সপেক্টর ডিএসবি বদলগাছি নওগাঁ
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক বাস স্ট্যান্ড বণিক সমিতি বদলগাছি নওগাঁ
অনুষ্ঠানটি পরিচালনা করেন এন আর খোরশেদ আলম রাজু যুগ্ম সাধারণ সম্পাদক জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ