করে মানাপ
নওগাঁয় প্রতি বছরের ন্যায় এবারেও ঈদুল আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করে মানাপ। (১৪ জুন) শুক্রবার, বিকাল সাড়ে চারটার সময় বাংলাদেশ মানবাাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা'র আয়োজনে সংগঠনের শতাধিক সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা শাখা'র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানাপ নওগাঁ'র উপদেষ্টা, মানবতাবাদী চন্দন কুমার দেব ও ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন, মানাপ জেলা শাখার সহ-সভাপতি, রাবেয়া খাতুন বেলি, সহ-সাধারণ সম্পাদক- নুরে আলম, সাংবাদিক মেহেদী হাসান অন্তর, সদস্য- ফরিদ আলম, অভিজিৎ দাস, রায়হান উদ্দিন, মারুফ হোসেন, রাজকুমার, জয় সাহা, বিজয় সাহা, পারভেজ, রুহুল আমিন, নীরব, সিফাত সহ শৈলগাছী ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন, হাপানিয়া ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃবৃন্দ প্রমুখ।।
বক্তারা বলেন, মানাপ নওগাঁ জেলা শাখা- মানবতার সেবায় মানুষের পাশে ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আগামীতেও মানবতার সেবায়, মানুষের পাশে থাকার প্রত্যাশা জ্ঞাপন করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার জন্য আহ্বান জানান তাঁরা।