কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধিন আল্লাহরদর্গায় মাহিম ফ্যাশন লিমিটেড গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বিসিকে একাদশ। শুক্রবার (৯ ফেব্রæয়ারি) বিকেল ৪টায় আল্লাহরদর্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আল্লাহরদর্গা যুব পরিষদ আয়োজিত এ ম্যাচে বিসিকে একাদশ ১-০ গোলে হারিয়েছে নাটোর জেলা একাদশকে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন বিসিকে একাদশের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় রিয়াজ। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন নাটোর জেলা একাদশের ২নং জার্সি পরিহিত খেলোয়াড় লিখন।
এর আগে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. রেজাউল হক চৌধুরী। ৭নং হোগলবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ। ১৬টি দল নিয়ে শুরু হয়েছে মাহিম ফ্যাশন লিমিটেড গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। নকআউট পর্বের এই টুর্ণামেন্টের প্রথম পর্ব শেষ হবে ২০ ফেব্রæয়ারি। ওই দিন খুলনা খালিশপুরের এসবিআলী ফুটবল একাডেমি তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নঁওগা জেলা একাদশের। টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে ১১ ফেব্রæয়ারি প্রতিদ্ব›িদ্বতা করবে মেহেরপুর জেলা একাদশ বনাম খাস মথুরাপুর ফুটবল একাদশ।jl