সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
Notice :

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় শাকিবের ‘বরবাদ’

উত্তাল ডেস্ক: / ২৭ বার
আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

এবারের ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এক গুচ্ছ ছবি। তবে দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’। মুক্তির পর থেকে রমরমা ব্যবসা করছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ ছবি। ঈদের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনও হাউজফুল সিনেমা হল। চলতি সপ্তাহে বিদেশের মাটিতে মুক্তি পাচ্ছে ছবিটি। “

জনপ্রিয়তার দিক থেকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘বরবাদ’। বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) তালিকায় উঠে এসেছে ‘বরবাদ’। ডাটাবেজটির সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম স্থানে রয়েছে শাকিবের সিনেমা।

হলিউড, বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে। তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের।’

তিনি যোগ করেন, ‘আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।”

আইএমডিবি চার্টে দেখা গেছে, জনপ্রিয় সিনেমার তালিকায় প্রথমে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’। সেই তালিকায় স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার এর পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’। আইএমডিবিতে সিনেমাটি ৭.৪ রেটিং পেয়েছে।

বলে রাখা ভালো, আইএমডিবি অ্যামাজন ডট কমের অঙ্গসংস্থা আইএমডিবি ডট কম ইনকর্পোরেটেড দ্বারা পরিচালিত হয়।smk


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এক ক্লিকে বিভাগের খবর