দুর্নীতি দমন কমিশন কর্তৃক বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট এর সহকারী পরিচালক আসাদুজ্জমান এবং বাগেরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, সদস্য মোস্তাহিদুল হক, মুখার্জি রবীন্দ্রনাথ, ডলি নাসরিন। । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক কবীর আকন্দ
প্রধান অতিথি তার বক্তব্যে জানান যে, সততা স্টোর কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দও শিক্ষার্থীদের সততা বিষয়ক নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্য শেষে অতিথিরা ফিতা কেটে সততা স্টোর উদ্বোধন করেন।